অভিষেক চট্টোপাধ্যায়
- SABDOSANKO
- Sep 23, 2024
- 1 min read

কালি
কতদিন হয়ে গেল, আমার কলমটা তার কাগজকে ছুঁয়ে দেখেনি।
লাল আঁচড় কাটেনি, নীল আঁচড় কাটেনি।
নীলের আবার কত ভাগ!
হাল্কা নীল, গাঢ় কালচে নীল।
সব একেকটা আল্পনা,অথবা কল্পনা।
প্রতিটা আঁচড়ের এক একটা গল্প।
সুখ, অসুখ, প্রেম, অপ্রেমের দাঁড় বাইতে বাইতে....
কাগজ শেষ হয়ে যায়।
আবার কখনো কালি শেষ হয়ে যায়।
গল্পরা অপেক্ষা সাজায় অভ্যাসের।
কারণ, মোহনায় সব জল একাকার হয়।
Hozzászólások