top of page

অভিষেক চট্টোপাধ্যায়



কালি


কতদিন হয়ে গেল, আমার কলমটা তার কাগজকে ছুঁয়ে দেখেনি।

লাল আঁচড় কাটেনি, নীল আঁচড় কাটেনি।

নীলের আবার কত ভাগ!

হাল্কা নীল, গাঢ় কালচে নীল।

সব একেকটা আল্পনা,অথবা কল্পনা।

প্রতিটা আঁচড়ের এক একটা গল্প।

সুখ, অসুখ, প্রেম, অপ্রেমের দাঁড় বাইতে বাইতে....

কাগজ শেষ হয়ে যায়।

আবার কখনো কালি শেষ হয়ে যায়।

গল্পরা অপেক্ষা সাজায় অভ্যাসের।

কারণ, মোহনায় সব জল একাকার হয়।

Hozzászólások

0 csillagot kapott az 5-ből.
Még nincsenek értékelések

Értékelés hozzáadása
bottom of page