অর্ণব সামন্ত
- SABDOSANKO
- Sep 23, 2024
- 1 min read
গীতবিতান
গীতবিতানের মতো চোখ রেখে আমি ফিরছি
দখিনের ব্যালকনি খুলে রাখো
দু'হাতে বিনুনি বাঁধো সামনে উথলে ওঠা ঢেউ , সমুদ্র
নোনা গন্ধে ভেসে যাচ্ছে সোঁদামাটির আগুন
তবু বৃষ্টিপাতের পরে চাষ হয়
বীজ বোনে , ফসলে ফসলে একাকার
ঠোঁটের আকুলতা হৃদয় আরশিতে
দ্যাখে হৃদয় , এ সম্পদ হারাবার নয়
কালের শেলফে তুলে রাখে সেই অপঠিত বই
পাতায় পাতায় যার রহস্য , আবিষ্কার
চাঁদের কাজলে যদি সূর্যের তেজ পড়ে
পরিবারের জন্ম হয় সৌর বা চান্দ্রিক
স্বরবিতানের কোমল গান্ধারে বসে কেউ
কেউ বা ঋষভে বসে টইটম্বুর রাশভারী
ফসলের গান ছুটে যাচ্ছে ফল্গুস্রোতের মতো ...
Commentaires