top of page

বিশ্বজিৎ বাউনা



লেলিহান স্বরে


রক্তের ফসলে শীত ভেঙে দেয় সমবেত মুঠি,

আপেল ফুলের মতো ভোর নেই এই রাতে নেমে।

ধূর্তের বলীয়ান হানা, লুকোতে চায় দোষ-ত্রুটি।

মরা গাছের ডগায় কবিতার চাঁদ যায় ঘেমে।


নির্মিত বিভ্রম বৃত্তে ভাঙা কাঁচে পড়ে আছে চোখ,

রসালো মিথ্যের মরুভূমি উঠে আসে ছদ্ম-ঘাসে।

আজ বিকৃত শাসনে গিরগিটি বদলায় শোক,

মূঢ় শামিয়ানা আজ কম্পিত সে শকুনের ত্রাসে।


বিচারের আহ্বান তবু গেঁথে তোলা আহত বাঁকে,

পালাবদলের শ্বাসে ত্রাণের মসৃণ আয়ু রাখা---

এই বিরহে ভণ্ডের আগাছায় কারা ডুবে থাকে?

হত্যা-দৃশ্যের কাছে কার চোখে পড়ে না ছেঁড়া-পাখা?


সব বজ্জাতি দূরে ঠেলে প্রতিবাদ হোক উর্বর।

লেলিহান হোক গলা: জাস্টিন ফর আরজি কর।

3 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Sep 17, 2024
Rated 4 out of 5 stars.

খুব ভালো লেখা।

Like
Guest
Sep 17, 2024
Replying to

আন্তরিক ভালোবাসা জানাচ্ছি 🙏🏻 🙏🏻

Like

Guest
Sep 16, 2024
Rated 5 out of 5 stars.

প্রিয় সৌরভকে ভালোবাসা। লেখাটি ভালোবেসে প্রকাশ করার জন্য।

Like
bottom of page