top of page

বিশ্বজিৎ বাউনা



বিষম গোপনে


মাঝে মাঝে খুব ভালোবেসে ফেলি সে লুকানো ছাই

মৃত ভাঁজ থেকে ডানা গড়িয়ে দিই শূন্যের তাকে।

নিজের বিপরীতে ছায়া ভেঙে নিজেকে বদলাই,

অবোধ শিশুসম খাদে লাফিয়ে নামি তার ডাকে।


জানা সত্ত্বেও কোনো ভালোবাসা নেই আমার প্রতি,

হিংসার কাদা থেকে উপড়ে নিই সব মাছরাঙা।

নির্মিত ব্যবধানে নিত্য সহ্য করি অবজ্ঞা ক্ষতি,

যেভাবে পাথরে জল রাখে তার প্রবাহের ভাঙা।


বুঝি এ ব্যবহৃত পাঁজরে শোক উগরায় মায়া,

আমি তার চোখের কিনারে নিশুতির উহ্য আলো।

সব বুঝি, টের পাই, তবু কেন যে হই বেহায়া!

উপেক্ষিত থাকি, তবু তার প্রতি প্রেম ধারালো।


ভেতরে তছনছ রাখি, বাইরে হিম উদাসীন।

বিষম গোপনে মরি তাকে ভালোবেসে রাতদিন।

Commentaires

Noté 0 étoile sur 5.
Pas encore de note

Ajouter une note
bottom of page