top of page

দীপঙ্কর কুণ্ডু



প্রেমিকার ঠিকানা


মাইল ফলক ছুঁড়ে ফেলে দিয়েছি নদীর জলে, রাস্তার সব পিচ উঠিয়ে দিয়েছি পায়ে হেঁটে,কষতে কষতে হিসাবের খাতা ভুলে গিয়েছি জীবনের সব সূত্র।

কখন গাড়ির নীচে কখন ট্রাম লাইনে শুয়ে কাটিয়েছি রাত। নিকষ কালো অন্ধকারে স্নান করে গায়ে মেখেছি 

ফুটপাতি চাঁদের আলো,বুকের উপর এসে পড়েছে কত ধূমকেতু স্মৃতির পান্ডুলিপি নিয়ে।

অবহেলায় পুড়ে, ছাই হতে হয়েছি ফিনিক্স। 

আরন্যক, আত্রেয়ী ঘাটে পাখিদের আদর চুম্বন ভরা প্রেম দেখেও হৃদয়ে সয়ে গেছি সব,

আকাশের মেঘ সড়িয়ে ও পাইনি তবু তার ঠিকানাটা।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page