top of page

মৌমিতা সরকার 



আর কবে

 

স্বার্থসিদ্ধির তুষ্টিতে আজ হায়নাও ডরায়

রাজনৈতিক রঙ্গমঞ্চে কালিমালিপ্ত মিথ‍্যাদম্ভের লড়াই।

কিন্তু সারা দেশে প্রতিবাদের আগুন সুবিচারের নেশায় 

কোনো রাজনীতির রঙ ছাড়াই ধর্ম বর্ণ নির্বিশেষে 

দাবী একটাই অপরাধীর শাস্তি হোক অবশেষে।

এ এক অনন‍্য  দৃষ্টান্তমূলক নবীকরণ।

হায় শাসক!নেই চোখের চামড়া সৃষ্টি  করছো নজিরবিহীন ঘটনার উদাহরণ

কিন্তু সুবিচার আর কবে আর কবে??

ধর্ষণ ও হত‍্যা যেন সুপরিকল্পিত সুসজ্জিত নারকীয় উৎসব 

এই পাপ থেকে চাইছি সুবিচার ;হাতেহাত একসঙ্গে পা মিলিয়ে সব

কিন্তু শাসক তুমি নির্বিকার খুনীদের সামলানোর দায়িত্ব কি তোমার 

এই কি ন‍্যায়সঙ্গত কর্তব‍্য

 তাদের সব চতুমুর্খী দুর্নীতির বিচরণ করেছো অবাধ 

'রক্ষকই ভক্ষক' এ কথা প্রমাণিত বারবার।

জনগণশক্তি কি বিফলে যাবে??



রক্তখেকোদের হিংস্রস্রোত কি  আগামীকে গিলে খাবে?

কবে রাজা হবে খানখান

হতাশাগ্রস্ত রাজ‍্যের কলুষিত যুগের হবে অবসান।

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page