top of page

পাভেল আমান



মুগ্ধতা 


এক মায়াবী মুগ্ধতায়

তোমার পানে চেয়ে আছি

প্রতিমুহূর্তে মননে জমছে

একরাশ অকৃত্রিম ভালোলাগা। 

যাপিত জীবনের মাঝে

সময় কালের অতিক্রমে

প্রাত্যহিক চেতনায় জুড়ে গেছে

তোমাকে ঘিরে ভাবনার ডাল পালা। 

অপূর্ণ চাওয়া পাওয়ার মাঝে

প্রতিকূলতার বেষ্টনী পার করে

অদম্য মনোবলকে আঁকড়ে ধরেই

তোমার স্বপ্নে আত্মবিভোর। 

এভাবেই কেটে যাচ্ছে

দিনকে দিন ব্যস্ততার প্রহর

তবু নিরন্তর প্রচন্ড উসকে দেয় 

তোমার রূপ লাবণ্যের আচ্ছন্নতা। 



コメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加
bottom of page