সর্বানী বন্দোপাধ্যায়
- SABDOSANKO
- Sep 23, 2024
- 1 min read

অসমাপ্ত কথা
অস্ফুটে সেই কথা বলা হয়ে গেছে কত শত বার
তুমিও শুনেছ মনে মনে
রাতপাখি একা নয় আমরাও তার
ডানা ছুঁয়ে জেগে আছি
কত রাত যেন, স্বপ্নের ঘোরে
সময়ের কাঁটাও যদি হারায় ঠিকানা
যদি কোনো সন্ধের ঝোঁকে
দেখা হয়ে যায়
তবে তুমি তুলি তুলে নিও
আমার শাড়ির ভাঁজে সন্ধ্যামালতী মেলবেই পাখা
কথা সব ঝর্নার মতো বিহ্বল বেগে
বহমান হবে
কবিতার যত পাতা রেখেছি গোছানো
সেই সবটুকু, অবশেষটুকু
শুভদৃষ্টির ক্ষণে সমপর্ণে
তুলে দেব তোমারই দু'হাতে।
Very good