top of page

সর্বানী বন্দোপাধ্যায়



অসমাপ্ত কথা


অস্ফুটে সেই কথা বলা হয়ে গেছে কত শত বার

তুমিও শুনেছ মনে মনে

রাতপাখি একা নয় আমরাও তার

ডানা ছুঁয়ে জেগে আছি

কত রাত যেন, স্বপ্নের ঘোরে

সময়ের কাঁটাও যদি হারায় ঠিকানা

যদি কোনো সন্ধের ঝোঁকে

দেখা হয়ে যায়

তবে তুমি তুলি তুলে নিও

আমার শাড়ির ভাঁজে সন্ধ্যামালতী মেলবেই পাখা

কথা সব ঝর্নার মতো বিহ্বল বেগে

বহমান হবে

কবিতার যত পাতা রেখেছি গোছানো

সেই সবটুকু, অবশেষটুকু

শুভদৃষ্টির ক্ষণে সমপর্ণে


তুলে দেব তোমারই দু'হাতে।

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Nov 06, 2024
Rated 5 out of 5 stars.

Very good

Like
bottom of page