সোনালী মুখার্জী
- SABDOSANKO
- Sep 23, 2024
- 1 min read
তুমি
ফিরবো আমি তোমার কাছে ,
দিনের শেষে ভালোবেসে।
খুঁজবো নিজেকে, তোমার চোখের তারায়,
যে চোখ আমি ছাড়া দিশেহারা।
হাঁটবো আমি তোমার সাথে,
হাতে হাত রেখে ভরসা তে।
সুখ দুঃখ আসবে যতো ....,
হাতের বাঁধন হবে শক্ত ততো।
রাখবো মাথা তোমার কাঁধে,
বিশ্বাস আর ভরসা তে।
হাতটা রেখো আমার মাথায় ,
শান্তি পাবো তোমার ছোঁয়ায়।
দিনের শেষে ক্লান্ত দুজন,
বসবো যখন পাশাপাশি ।
সময় তখন থমকে যাবে,
বলবো একে অপর কে ভালোবাসি।
Comments