top of page

শৌভিক দাস



উৎশব মাস


পেরিয়ে গেল একটা গোটা মাস!

মশাল হাতে বিচার চেয়ে

পেলাম কী আশ্বাস?

কেমন করে এ অন্যায়ের সঠিক বিচার হবে?

দুষ্কৃতিরা মঞ্চে আসীন, ক্ষমতা বৈভবে!

শহুরে মানুষ নামছে পথে,

ভাঙছে তাঁদের ঘুম।

আরও খানিক চলতে হবে গ্রামের পথ নিঝুম।

সবার ভেতর কান্না আছে শহর - পল্লীগ্রাম,

একত্রিত দ্রোহের আগুন জ্বালুক সংগ্রাম।

প্রাতিষ্ঠানিক নৈরাজ্যে রাজ্য যদি চলে,

সম্মিলিত পদসঞ্চার-

ভূমিকম্প তোলে।

খালি পায়ে চলতে মোহন দাসের পিছুপিছু,

মাথায় থাক সুভাষ, হাতে ভগৎ সিং কিছু।


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page