top of page

সুদীপ্তা মাইতি



অঘোষিত সম্রাট 

                                     

বন্ধ আমার ঘর, বাকি সব আজ পর 

ফেলে আসা সেই স্মৃতির মেলা 

আটকে আজও এই ডায়েরিতেই।

এখন আমি অজানার পথে

যেখানে আকাশ আর নীল সমুদ্র

এক হয়ে মিলেছে !

যেখানে ভালোবাসা কোন খেলনা নয়

যেখানে ভালোবাসার কোন ভেদাভেদ নেই

অমৃত সুখ আর উজ্জীবিত একচ্ছত্র

এক অঘোষিত সম্রাট ভালোবাসা ।।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page