top of page

সুপ্রিয় সাধুখাঁ




আজও নারীরা অসহায়


আজও নারীরা অসহায়

সতীত্ব গেলে নারী মানহীন, পুরুষের বেলা কিছু না।

ধর্ষিত নারী সমাজ বিতাড়িত,ধর্ষক সমাজপতি

কাম তাড়নায় মাতলো পুরুষ, নারী হল ক্ষতি।


তীব্র লজ্জায় ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে

মিথ্যুক ইতিহাসের সেই বিবর্ণ পাতা,

যে পাতায় নিজেকে স্বাধীন বলে দাবি করত ভারত।

স্বাধীনতার পরে কয়েক দশক পেরিয়ে এসেও, নিরাপত্তা কই ভারতবাসীর?


মা বোনেরা শ্লীলতাহানির প্রতিবাদে

এখনও প্রাণ দিতে হয় তরুণ যুবককে,

নির্জন রাস্তায় মৃত্যু অতিক্রম করে বাড়ি ফিরতে

নারীকে এখনও সম্মান বিকোতে হয় পুরুষের কাছে।


যদি স্বাধীন হয়েছি তবে, মুখোশধারী পলিটিশিয়ান'রা এখনো এদেশে কিসের চাহিদায়?

নির্বোধ শিশুদের, কেন সন্তান হারায় অসহায় বৃদ্ধ বাবা-মা,

এতশত প্রশ্নের উত্তর পাবো কোথায়, কে দেবে উত্তর?

কেন স্বাধীন শৃঙ্খলে, সিঁদুর মুছতে হয় সদ্যবিবাহিতকে?


রাজনীতির নামে চলছে ধর্মের তীব্র হানাহানি

ধর্মের লোভ দেখিয়ে এরা রাজনীতির খেলা খেলতে শিখেছে বেশ,

ভারত আজও স্বাধীন হয়নি, স্বাধীন শুধু আজকের এই রাজনীতি

যে রাজনীতি সমাজকে করছে শেষ।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page