তনিমা হাজরা
- SABDOSANKO
- Sep 16, 2024
- 1 min read

ঘরেতে এলো না সে তো
মনে তার নিত্য আসা যাওয়া,
তারই ভগ্ন অস্থি নিয়ে বিপ্লবের তূণে
আজ তীর বওয়া।
তারই হোমের স্ফুলিঙ্গ নিয়ে আগুন
জ্বলেছে চারিদিকে, মানুষ শিখেছে
আবার মেরুদণ্ডী হওয়া।
তারই হত্যা করে
ভরাডুবি হয়েছে দানবের,
দ্যাখো চেয়ে,
শুরু হলো দিগ্বিদিকে
অসুর নিধন যজ্ঞে সামিল হওয়া।
তারই বলিষ্ঠতা দুন্দুভি বাজালো
যুদ্ধ ঘোষণার, শুরু হলো মানুষের
নায্য দাবি চাওয়া।
এই মহারণে সেই তো দধীচি।
তারই ভগ্ন অস্থি নিয়ে নির্মিত অসুর নিধনের এই বজ্রবাণ, বিফলে যাবে না তার আত্মাহুতি দেওয়া।
ঘরেতে এলো না সে তো,
সঞ্জীবনী মন্ত্র দিলো সে,
পথে পথে মানবের তীব্র মনোরথে
তার নিত্য আসা যাওয়া।।
Комментарии